শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় তার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিনেমাটিতে অভিনয় নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে তিশাকে।
বায়োপিকটিতে অভিনেত্রী তিশার অভিনয়ের ব্যাপারে এবার কথা বলেছেন তার স্বামী নির্মাতা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রশ্ন করা হলে তখন কথা বলেন তিনি।
এ সময় ফারুকী বলেন, প্রত্যেকেই তার প্রফেশনাল জীবনের ব্যাপারে স্বাধীন। আপনি কী মনে করেন যে, আমরা এমন সমাজে বাস করছি যেখানে স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেয়ার আগে আমার অনুমতি নেবে। কিংবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেয়ার আগে তার অনুমতি নেব?
তিনি বলেন, আমি এমনটা মনে করি না। এটা তার প্রফেশন। সে সিদ্ধান্ত নিয়েছে এবং সে নিজেই জবাব দিতে পারবেন যে কেন, কোন পরিস্থিতিতে এটা করতে হয়েছে তাকে। এটা তার প্রফেশন, এতে আমার ভুল করার কী আছে, তা বুঝতে পারিনি আমি।
এদিকে এর আগে গত ১১ নভেম্বর নিজ কর্মক্ষেত্র সচিবালয়ে প্রথম কর্মদিবসে ‘মুজিব’ সিনেমায় স্ত্রী তিশার অভিনয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল উপদেষ্টা ফারুকীকে। ওই দিন তিনি বলেছিলেন, আমি কোন ধরনের উস্কানিমূলক বক্তব্যের উত্তর দিব না। আমাকে আপনারা যেকোনো প্রশ্ন করলে জবাব দেব। তবে যে প্রশ্ন উসকানি তৈরি করে, এমন কোনো প্রশ্ন করবেন না।
প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। এটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। আর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, দিলারা জামান, রিয়াজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, মিশা সওদাগর, জায়েদ খানসহ শতাধিক শিল্পী।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply