রাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি
রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ মাঠে আজ (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হলো ‘জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর রূপনগর থানা বনাম ভাটারা থানার মধ্যকার ষষ্ঠ ম্যাচ। এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
অনুষ্ঠানে দর্শক সারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব মোঃ মোস্তফা জামান, বিশিষ্ট নেতা আখতার হোসেন, জাহেদ পারভেজ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নেওয়া হবে।
আমিনুল হক বলেন, “খেলাধুলা হলো এমন একটি মাধ্যম, যেখানে জাতিকে দলমত নির্বিশেষে একত্রিত করা যায়। আমরা অনেক আগে এই টুর্নামেন্ট শুরু করেছিলাম, তবে স্বৈরাচারের বাধায় তিনটি বিভাগের খেলা শেষ করেই থেমে যেতে হয়। ৫ আগস্ট স্বৈরাচার পতনের আন্দোলনের সময় খেলা বন্ধ হয়। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আমরা নেত্রী খালেদা জিয়ার নামে মেয়েদের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করবো। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব। আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে বাংলাদেশকে আমরা ক্রীড়াঙ্গনের দেশ হিসেবে গড়ে তুলবো।”
মাঠজুড়ে উৎসাহী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রূপনগর থানা ও ভাটারা থানার খেলোয়াড়রা মাঠে চমৎকার দক্ষতা ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রদর্শন করেন।
আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই গোলের অনেক সম্ভাবনা তৈরি করে। প্রথম গোলের দেখা মেলে বিরতিতে যাওয়ার কয়েক মিনিট আগে; ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ভাটারা থানা দলের স্ট্রাইকার। বিরতি থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে ভাটারা থানা দল। কয়েক মিনিট পর বাম উইং থেকে বাড়ানো একটি ক্রস থেকে আরও একটি গোল করেন ভাটারা থানা দলের খেলোয়াড়। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভাটারা থানা দল।
রূপনগর ও ভাটারা থানার মধ্যকার ম্যাচটি ফুটবলপ্রেমী হাজারো দর্শক উপভোগ করেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply