মানবতার কন্ঠ ডেস্ক
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ করে ২০২১ সালে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তামিমা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান। সেই মামলা শুনতে বিচারক বিব্রত প্রকাশ করে অন্য আদালতে বদলির আদেশ দিয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে তাদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। এদিন আদালতে হাজির হন নাসির ও তার স্ত্রী তামিমা। বেলা ১১টা ৫১ মিনিটের দিকে শুনানি শেষে এজলাস কক্ষ থেকে বের হন নাসির-তামিমা।
তখন গণমাধ্যমের তোপে মুখে পড়েন তারা। আদালতে তাদের মুখে কালো মাস্ক পরে ক্যামেরা থেকে মুখ লুকাতে দেখা যায়। স্ত্রীর সামনে এক প্রকার ঢাল হয়ে দাঁড়ান নাসির। এরপরও যখন গণমাধ্যমের ক্যামেরা থেকে নিস্তার নেই দেখে স্ত্রীর হাত ধরে জোরে হাঁটতে থাকেন নাসির।
কিন্তু গণমাধ্যমের ক্যামেরা থেকে তবুও রেহাই না পেয়ে আবারও থমকে দাঁড়ান তারা দুজন। পরে আবার পিছনের দিকে স্ত্রীর হাত ধরে জোরে হাঁটতে থাকেন। এ সময় নাসিরকে তার স্ত্রী তামিমা বলেন, ‘এভাবে যাওয়া যায় না। হাঁটব কীভাবে।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply