প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল একটা রেড লাইন ক্রস করেছেন এমন বাক্য সম্বলিত এক ব্যক্তির ফেসবুক পোস্ট কপি করে তার নিজের পেইজে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে ওই পোস্ট কপি করে শেয়ার করেন সারজিস আলম। পোস্টের নিচের দিকে সাদিকুর রহমান খানকে ক্রেডিট দেন তিনি।
স্ট্যাটাসে বলা হয়েছে, ‘ড. ইউনূস গতকাল একটি রেড লাইন ক্রস করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সেটি তারা সিদ্ধান্ত নেবে। অথচ এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ড. ইউনূসের নেই। কারণ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেই ডিসিশন এই দেশের মানুষ নেবে। ৫ আগস্ট মানুষ আওয়ামী লীগের ব্যাপারে তাদের ডিসিশন জানাইয়া দিছে। তারপরও যদি আরও প্রয়োজন হয় গণভোট হোক। গণভোটে মানুষ বলুক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত কি না। বাট কোনোভাবেই আওয়ামী লীগকে এই ডিসিশন নেওয়ার অধিকার দেওয়া যাবে না
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply