মানবতার কণ্ঠ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাশ্মীর নিয়ে বিবাদ দেড় হাজার বছরের পুরোনো। ভারত ও পাকিস্তানের নেতারা ‘কোনো না কোনোভাবে’ এই সংবেদনশীল অঞ্চলের উত্তেজনা প্রশমিত করার উপায় বের করবেন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প এই সংকট নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খোলেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দিন কয়েক আগে অজ্ঞাত বন্দুকধারীরা ২৬ জনকে গুলি করে হত্যা করে। এরপর দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এতে অঞ্চলে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী রাষ্ট্রীয় বিমান এয়ারফোর্স ওয়ানে থাকাকালে ট্রাম্প এই বিবাদপূর্ণ সীমান্ত অঞ্চলের ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন। তিনি জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চেনেন। তবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন কি না, তা নিশ্চিত করেননি ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ। কাশ্মীরে তাদের এই লড়াই ১০০০ বছর ধরে চলছে। কাশ্মীর সমস্যা ১০০০ বছর ধরে চলছে, সম্ভবত তারও বেশি। ওই সীমান্তে (কাশ্মীর) উত্তেজনা ১৫০০ বছর ধরে চলছে।’ তিনি বলেন, ‘তারা কোনো না কোনোভাবে এর সমাধান বের করে নেবে। পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা রয়েছে, তবে এটি সব সময়ই ছিল।’
কাশ্মীরের পেহেলগামে এই প্রাণঘাতী হামলার পর থেকে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি বিদ্রোহী গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে। তবে গোষ্ঠীটি পরে এই দায় অস্বীকার করেছে।
কাশ্মীর রেজিস্ট্যান্স এক বিবৃতিতে বলেছে, ভারত সরকার এই বিবাদমান অঞ্চলে ৮৫ হাজারে বেশি ‘বহিরাগতকে’ বসতি স্থাপন করিয়েছে। এতে আরও দাবি করা হয়েছে, মঙ্গলবার যাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল, তারা কেউই ‘সাধারণ পর্যটক’ ছিলেন না, বরং তারা ‘ভারতের নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply