অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মেট্রোরেল, প্রথমে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হলেও পরবর্তীতে এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও মেট্রোরে ল কর্তৃপক্ষ কেন রেল বন্ধ আছে জবাবদিহিতা করতে না পারায় যাত্রীদের মাঝে ভোগান্তি ও বিশাল লাইনের ফলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়,
পরবর্তীতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানান যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
বিভিন্ন স্টেশনের কাউন্টারে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে। স্টেশন থেকে কোনো যাত্রী বের হতে পারছেন না।
এদিকে সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন তারা।
স্টেশনের দায়িত্বরতরা জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগে হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান করে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply