পিরোজপুরে অন্তত ১৫ জন হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। জামায়াতের সাবেক নায়েবে আমির প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর হাত ধরে পিরোজপুরে ওই ১৫ জন জামায়াতে যোগ দেন।
আজ শনিবার সকালে মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় জামায়াত ইসলামীর পক্ষে গণসংযোগ করেন। এ সময় মাসুদ সাঈদীর আহবানে হিন্দু ধর্মাবলম্বীসহ অনেকে জামায়াতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply