দক্ষিণ ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজাই বন্দরে বড় বিস্ফোরণ ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, অন্তত ২৮১ জন আহত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের শুল্ক বিভাগ বলছে, সিনা কনটেইনার ইয়ার্ডে এ বিস্ফোরণ ঘটেছে। এটি বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সংযুক্ত।
ওই প্রতিবেদনে বলা হয়, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তরদিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ হয়ে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন এবং গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply