কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে মঙ্গলবার রাতে সৈয়দুল আমিন (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সৈয়দুল আমিন কুতুপালং ক্যাম্পের ক্যাম্প-২/ডব্লিউর এ-১১ ব্লকের আশরাফ আলীর ছেলে এবং ওই ক্যাম্পের মাঝির (নেতা) দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ক্যাম্প-২/ডব্লিউর ডি-ব্লকের মসজিদের সামনে সৈয়দুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উখিয়া থানার অফিসার ইনচার্স (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
Leave a Reply