নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাজধানীর শ্যামবাজার ঘাটে এমভি বাঙালি নামে একটি লঞ্চের তিন তলায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সদরঘাট নদীর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করছে। পরে আও একটি ইউনিট যোগ দিয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Leave a Reply