নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে শপিং ব্যাগে কাপড়ে মোড়ানো ছিল নবজাতকের লাশ।
শুক্রবার সকালে উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের হেমগঞ্জ এলাকা থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কের পাশে শপিং ব্যাগে রক্তাক্ত কাপড়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখা যায়। হেমগঞ্জ বাজারে যাওয়ার সময় স্থানীয়রা সেটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দেন। পরে খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
উপস্থিত লোকজন জানান, নবজাতকটি ছেলে শিশু ছিলো। খবর পেয়ে আশপাশের লোকজন শিশুটিকে দেখতে আসে।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আ. সালাম তালুকদার জানান,ঘটনাস্থলে পুলিশ যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত নবজাতকাকে দাফন করা হয়েছে।
Leave a Reply