রাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি
“উদ্ভাবনে উন্নয়ন, বিজ্ঞানে আগামীর পথ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো সরকারি বাঙলা কলেজের দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা। ৭ ও ৮ মে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আয়োজনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং উপস্থাপন করেন প্রায় ৩০টি উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর প্রকল্প।
মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। উপস্থিত ছিলেন কলেজের বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ ও সদস্যরা।
প্রকল্প উপস্থাপনার মধ্যে সেরা তিনটি প্রকল্পকে পুরস্কৃত করা হয়।
প্রথম স্থান অর্জন করে প্রাণিবিদ্যা বিভাগের ‘বায়ো-ফার্মিং ও পরিবেশবান্ধব কীটনাশক’ প্রকল্প। দলটির সদস্য ছিলেন জাবের, বর্ষা ও মানসুরা।
দ্বিতীয় স্থান অধিকার করে অর্থনীতি বিভাগের ‘Three Sector of Bangladesh Economy (About Air Purify)’ প্রকল্প, যার টিম সদস্য প্রভা, চাঁদনি ও আসমা। তৃতীয় স্থান লাভ করে পদার্থবিজ্ঞান বিভাগের ‘সার্কিট ট্রেকার’ প্রকল্প। এতে অংশ নেন রজিন, ফারহান, জিতু ও শাহীন।
আইডিয়া শেয়ারিং বিভাগেও শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
এই বিভাগে প্রথম স্থান অর্জন করে টিম ‘Breakers Bridge’ (সাহিদুল, আরিফা, রায়হান), দ্বিতীয় স্থান অধিকার করে ‘The Role of Ice’ (সায়মা, রোকন, মনি),
এবং তৃতীয় হয় ‘Evaluation of Money’ (মৌ, অহনা, সাবিহা)।
এইচএসসি পর্যায়ে শিহাম ও মিরাজের ‘ICAB Ship Safe’ প্রকল্প প্রথম স্থান লাভ করে।
পোস্টার প্রেজেন্টেশন বিভাগে স্নাতক পর্যায়ে প্রথম হন মুসতাফিজুর রহমান (স্কোর: ৫৪.৯৯) এবং এইচএসসি পর্যায়ে প্রথম হন নাইম (স্কোর: ৩৪.৪৬)।
মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অলিম্পিয়াড – ২০২৫। এতে বিভিন্ন বিভাগ ও শ্রেণি থেকে বিজয়ীরা হলেন :
বিভাগভিত্তিক বিজয়ীরা
• পদার্থবিজ্ঞান বিভাগ:
১ম – রবিউল, ২য় – ইখতিয়ার উদ্দিন, ৩য় – শাহিন আলম
• রসায়ন বিভাগ:
১ম – হাসাইন আহমেদ, ২য় – আনাস উদ্দিন, ৩য় – আফ্রিদি
• গণিত বিভাগ:
১ম – সাইফুদ্দিন হিমেল, ২য় – নয়ন চন্দ্র, ৩য় – মোজাহিদ হাসান
• উদ্ভিদবিজ্ঞান বিভাগ:
১ম – কলি আক্তার রুমি, ২য় – তাহমিনা আক্তার, ৩য় – শুভ্রা
• প্রাণিবিদ্যা বিভাগ:
১ম – মেহেরান হোসেন, ২য় – আব্দুল্লাহ আল জাবের, ৩য় – রাত্রি আক্তার
• মৃত্তিকা বিজ্ঞান বিভাগ:
১ম – শান্তা, ২য় – জাকারিয়া সুলতানা তিশা, ৩য় – অন্তরা আক্তার
• ভূগোল ও পরিবেশ বিভাগ:
১ম – জাহিদ হাসান অপু, ২য় – রেদওয়ান হাসান, ৩য় – সোহাগ হোসেন
শ্রেণিভিত্তিক বিজয়ীরা
• দ্বাদশ শ্রেণি: ১ম – মুশফিক, ২য় – অন্তরা, ৩য় – রোওনক
• একাদশ শ্রেণি: ১ম – শিহাবুর রহমান, ২য় – মল্লিক, ৩য় – মারজিয়া
সমাপনী দিনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিজ্ঞান মেলার পর্দা নামে।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা ও গবেষণার দ্বার খুলে দেয়। আমরা চাই এই মেলা নিয়মিত হোক এবং আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হোক।”
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply