সাঈদ ইবনে হানিফ ]=
আমরা বেশিরভাগ সময়ে শহরে বসে স্বস্তি – এবং অস্বস্তির ঢেকুর তুলি , যেকোন পন্যের দাম বাড়লেই অস্বস্তি আর কমলে স্বস্তির ঢেকুর তুলে মজা পাই , কিন্তু গ্রাম বাংলার কৃষকেরা যুগযুগ ধরে মাথার ঘাম পায়ে ফেলে শহর এবং দেশের মানুষের জীবন ধারণের পথকে সহজ করার যে -লড়াই অব্যাহত রেখেছে ( তাদের )নীরব, কষ্টের নির্মম ইতিকথা কেউ শুনতে চাই না ।
ফসলের দাম কমে গেলে আমরা খুশি হই—” সস্তায় পেয়াজ আলু মরিচ আর সবজি কিনতে পারছি!” এই খুশি ধরে রাখার জায়গা পাচ্ছি না – কিন্তু সেই সস্তা পেঁয়াজ আলু মরিচ আর সবজি উৎপাদনে একজন কৃষকের খরচ আর কষ্টের কোন খোঁজ খবর আমরা নিচ্ছি না । বারবার আমাদের এই দায়িত্বহীনতার কারণে প্রতিবছরই হোঁচট খাচ্ছে দেশের কৃষি খাত । অন্যদিকে ফসল উৎপাদন থেকে মূখ ফিরিয়ে নিচ্ছে হাজার ও কৃষক । এভাবে চলতে থাকলে দেশের চাহিদা মোতাবেক সবজি ও কৃষি পণ্যের উৎপাদন চরমভাবে মূখ থুবড়ে পড়বে । মনে করা হচ্ছে, রাষ্ট্রের বাজেটে কৃষি খাতে সর্বোচ্চ ভর্তুকি, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, একজন কৃষক ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক তাদের চাষাবাদের ক্ষেত্রে কতটুকু সহজ এবং সুযোগ সুবিধা পাচ্ছে এগুলো সঠিক তদারকি করতে পারলেই কৃষক বাঁচবে এবং দেশের চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধি পাবে । #
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply