ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের কানাইপুরে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষের ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর দুইজনের মৃত্যু হয়। অন্য ১১ জন ঘটনাস্থলেই প্রাণ হারান।
এর আগে, ১১ জনের প্রাণহানির তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন ফরিদপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ।
তিনি বলেন, সকাল আটটার দিকে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে।
তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেননি বলে জানান এসআই মিরাজ।
তিনি বলেন, নিহতরা পিকআপের যাত্রী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারা পিকআপে চড়ে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply