লৌহজং প্রতিনিধি:মোঃ স্বপন বেপারী ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত,বাসের ছাদ উড়ে গেলেও ছাদ বিহীন পাঁচ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন চালক। পরে জনরোষে গাড়ি থামাতে বাধ্য হয় চালক। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান,বৃহস্পতিবার রাত পৌণে নয়টার দিকে সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমষপুরে এসে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হলে বাসের ছাদ উড়ে যায়।
এসময় কয়েকজন আহত হয়। যাত্রীদের চিৎকারেও বাস থামায়নি চালক। ছাদবিহীন বাস চালিয়ে,পদ্মাসেতুতে না ওঠে অভ্যন্তরিন সড়কে ঢুকে যায় বাস। যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদ্রাসার সামনে বাসটির পথ রোধ করে বাসটি আটক করে। পরে স্থানীয়রা চালককে আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন। ওসি আরো বলেন,শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply