মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড সাধারণ সদস্য মোঃ তোবারক ঢালী ছেলে তামিম ঢালী (১৮) কে মারধর এর ঘটনা মামলায় আজ রবিবার রাত ১০: ১০ মিনিটের লৌহজং থানা পুলিশ আরিফ ঢালী নামে এক জনকে গ্রেফতার করছেন।
মামলার এজাহার থেকে জানা যায় আরিফ ঢালী (৩৬) পিতা মৃত খালেক ঢালী গাঁওদিয়া ইউনিয়ন উত্তর গাঁওদিয়া একজন স্থানীয় বাসিন্দা।আরো জানা যায় যে, তোবারক ঢালী ছেলে গত১৩ এপ্রিল শনিবার সন্ধ্যায় সামুরবাড়ী মেডিকেল কমপ্লেক্স এর সামনে চাচাতো ভাইয়ের সাথে ঘুরতে যায়।পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে পরে তার রাস্তা রোধ করে মামলায় এজাহারে উল্লিখিত ৭জন এবং অজ্ঞত আরো ৭-৮ জন মিলে তাকে বেদর মারপিট করে।আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে যায়। তার পিতা খবর পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। লৌহজং থানায় লিখিত অভিযোগ করেন।
মামলায় ৬জন সরাসরি ঘটনা সাথে জড়িত তারা হলেন ১। সামান ওস্তাগার(৪৮)২।রাসেল ওস্তাগার (৩৫) উভয়ের পিতা. খবির ওস্তাগার ৩।অমিত ওস্তাগার (২৫) পিতা. সিজল ওস্তাগার ৪।মামুন ওস্তাগার (২৮)পিতা.সমিদ ওস্তাগার ৫।খোকন, ৬। শুকুর শেখ কে এখানে গ্রেফতার করা হয়নি।
লৌহজং থানা অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসনে বলেন, গত শনিবার গাঁওদিয়া ইউনিয়ন পরিষদ সাধারণ সদস্য তোবারক ঢালী ছেলে সামুরবাড়ী নামক স্থানে মারধর শিকার হয়।তার ছেলে একই গ্রামের বাসিন্দা হিসেবে অনেকেই চিনতে পারে।আমর লিখতে অভিযোগ নিয়ে তদন্ত করি। রবিবার সন্ধ্যায় আমরা একজনকে গ্রেফতার করেছি। আগামী কাল তাকে মুন্সিগঞ্জের জেলা বিচারিক আদালতে প্রেরণ করা হবে।এছাড়া মারধর ঘটনা সাথে জড়িত বাকী অপরাধীদেরও গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply