নিজস্ব প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, ঈদে রাজধানীতে নাশকতার কোন হুমকি নেই, তারপরও যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে র্যাব।
আজ সোমবার (৮ এপ্রিল) সকালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে মঈন জানান, ফাঁকা রাজধানী ঢাকায় যেসব এলাকায় বেশি চুরি ছিনতাই হয় সেসব এলাকা রেড জোন ঘোষণা করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় র্যাব সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন- যাত্রী নিরাপত্তায়, সাদা পোশাকের পাশাপাশি র্যাবের সাইবার টিম কাজ করছে। এছাড়াও গোয়েন্দা টিমের নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এসময় ঝুঁকি নিয়ে যাতায়াত না করার আহ্বানও জানান আল মঈন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply