মানবতার কণ্ঠ ডেস্ক
রাস্তায় যৌন হেনস্তার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখতে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ শনিবার (৮ মার্চ) উপাচার্য তাঁর শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে উপাচার্য নিয়াজ আহমদ খান জানান, তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি ওই ছাত্রীকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে এরই মধ্যে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply