তানজিলা আক্তার মাসুমা ইডেন কলেজ ক্যাম্পাস প্রতিনিধি
ইডেন মহিলা কলেজ থেকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আজ ১৮ ফেব্রুয়ারি নিজ বিভাগ থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন শাখার এই নেত্রীকে চিনে ফেলে তাকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে লালবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যয়ন পত্র সংগ্রহ করতে ক্যাম্পাসে প্রবেশের পরপরই শিক্ষার্থীরা চিনতে পেরে তাকে ঘিরে ফেলেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন।
তাকে গিয়ে আজ দুপুরে ইডেন কলেজে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৈশাখীকে হেফাজতে নেয়।
আটকের সময় উপস্থিত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেন, ‘দুপুরে ছাত্রলীগ নেত্রী বৈশাখী বিভাগ থেকে প্রত্যয়নপত্র নিতে আসে। শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কারণ বিগত সময়ে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন এবং হয়রানি করেছে বৈশাখী।’
লালবাগ থানার ওসি ক্যশৈনু জানান, বৈশাখীর বিরুদ্ধে তাদের থানায় কোনো মামলা নেই, তবে অন্যান্য থানায় কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা সহ সংগঠনটির বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এই প্রেক্ষাপটে ইডেন কলেজে বৈশাখীর উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অতীতে ক্যাম্পাসে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য ছিল এবং বৈশাখী ছিলেন। সেই সময়ের আলোচিত নেত্রীদের একজন ছিলেন তিনি। তাই তাকে দেখে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply