নিজস্ব প্রতিবেদক:
ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিন এ বেঠকে বসেছেন।
এতে সিইসির নেতৃত্বে অন্য কমিশনাররাও উপস্থিত রয়েছেন।
জানা গেছে, ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)৷
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে বিদেশিদূতদের এ বৈঠকে আলোচনার কথা রয়েছে।
যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেয়া পর থেকেই জানিয়ে আসছে যে, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি।
বৈঠকের পর নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply