মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, শনিবার সন্ধ্যায় হঠাৎ
করে ৫-৭ জনের ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে
আতঙ্ক সৃষ্টি করে। পরে পিস্তল নিয়ে প্রীতি জুয়েলার্সে প্রবেশ
করে সবাইকে জিম্মী করে স্বর্ণালঙ্কার লুট করে। এ সময়
পাশের দোকানের মোশারফ হোসেন ডাকাত ডাকাত বলে
চিৎকার করেন। তখন তাকে গুলি করে ডাকাতরা।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply