নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, সড়ক ও মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে হালকা অস্ত্র পেতে যাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার (বিডিআর মার্কেট) ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে। চালক-মালিকসহ যাত্রীদেরও সচেতন হতে হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশকে অভিযোগ জানানোর পরামর্শ থাকলো।
এ সময় শর্ত সাপেক্ষে চালকদের অ্যাপোয়নমেন্ট লেটার দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি।
রাস্তাঘাটে ছিনতাইয়ের প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে সাজ্জাত আলী বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই করার বিষয়গুলো আমার নজরে এসেছে। আমাদের লোকবল কম। দেখা যায়, অনেক সময় ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা কিছু করতে পারেন না। এজন্য তাদের ‘স্মল আর্মস’ বা হালকা অস্ত্র দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে, এমন অভিযোগে অত্যন্ত কঠোরতা আরোপ করা হয়েছে। ব্যাপক ধরপাকড়ের ফলে অসংখ্য ছিনতাইকারী আটক হয়েছে। গত ১৫ দিনে ছিনতাইয়ের পরিমাণ আগের তুলনায় কমে এসেছে। আমাদের এই কার্যক্রম শক্তভাবে অব্যাহত থাকবে।
এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা ও ভাঙচুরের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে প্রতিবেদন নিয়েছি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply