স্বামানবতার কণ্ঠ ডেস্ক
মীর কিডনি বিক্রি করে সেই অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন স্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে এ ঘটনা ঘটে। মেয়ের পড়াশুনা এবং বিয়ের খরচের জন্য স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহিত করেন ওই স্ত্রী। খবর হিন্দুস্তান টাইমস
স্ত্রীর এমন অনুরোধের পর স্বামী কিডনি বিক্রি করতে রাজি হয়। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তারা। ১০ লাখ রুপির বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তার স্ত্রীর মনে অন্য কিছু চলছে
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply