1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু লৌহজংয়ে হাউজবোটের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ। স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ নায়িকা পপির বিরুদ্ধে স্বামীর কিডনি বিক্রি করে অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠন গুলশান-মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ অনিয়মের শঙ্কা থাকায় নতুন করে টিসিবি কার্ডের তালিকা করছে কর্তৃপক্ষ। আখেরি মোনাজাত শেষে ঘরমুখী মানুষের ঢল

কুম্ভমেলায় পদদলিত হয়ে নিহত ৭

  • প্রকাশিত : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে প্রয়াগরাজ জেলায় কয়েক লাখ মানুষ স্নান করতে জড়ো হলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এসব মানুষের মৃত্যু হয়। খবর রয়টার্স ও আনন্দবাজারের।

জানা গেছে, মেলায় আগত পূণ্যার্থী জনতা গঙ্গাস্নান করতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। রাত একটার দিকে ভিড়ের মধ্যে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা যায়, মৃতদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছেন। এ সময় সেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। লোকজন বাঁচার জন্য এদিক সেদিন ছোটাছুটি করছিলেন।

প্রসঙ্গত, ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুসারে গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবাস্যা। সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস, এ তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার এত ভিড় ছিল সেখানে।

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টেলিফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেলিফোনে আদিত্যনাথকে ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

ভারতের কুম্ভ মেলা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হিসেবে পরিচিত। প্রতি ১২ বছর পর পর হয় এই মেলা এবং এতে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হন কয়েক কোটি পূন্যার্থী।

তবে এবার যে মেলা হচ্ছে, সেটির নাম মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এ মেলা হয়। সরকারি তথ্য অনুসারে, এবারের মেলায় ভারত, নেপাল ও বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছেন অন্তত ১৪ কোটি ৮০ লাখ পূণ্যার্থী।

এদিকে পদপিষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews