মানবতার কণ্ঠ ডেস্ক
মিরপুরে ফ্ল্যাট ক্রেতাকে চাঁদা দেওয়ার জন্য নির্যাতন করে তাকে বাসা থেকে বের করে দেয় কিছু দুষ্কৃতিকারী,
মিরপুর ১০ নাম্বার সি ব্লকের ২ নাম্বার রোডের ২০ নাম্বার বাড়ির তিন তলার ফ্ল্যাট কিনেন জবাব আফরোজা তালুকদার, ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে তার ফ্ল্যাটে বসবাস করার জন্য ফ্লাটে উঠতে চাইলে তাকে বাসা থেকে হত্যা হুমকি সহ নানা রকম হুমকি দিয়ে বের করে দেয়া হয়,
উক্ত চাঁদাবাজির অভিযুক্তরা হলেন মোঃ রমজান আলী বাবু, হাবিব, কামরুল ইসলাম জাকির হোসেন সহ অজ্ঞাত আরো ৩/৪ জন, ভুক্তভোগী আজ সকালে তার ক্রয়কৃত বাসায় উঠতে চাইলে অভিযুক্তরা তাকে নানাভাবে অসম্মান করে হত্যা সহ নানাবিধ হুমকি দিয়ে তার ফ্ল্যাট থেকে বের করে দেয়,
এই বিষয় ভুক্তভোগী মিরপুর থানার একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগে তিনি জানান, তিনি তার ক্রয়কৃত ফ্ল্যাটে উঠবেন বলে সমগ্র আসবাবপত্র নিয়ে আসলেও চাঁদাবাজরা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। এবং সেই চাঁদার নাম দেওয়া হয় ইউটিলিটি বিল, ভুক্তভোগী জানান চাঁদাবাজরা তাকে বলে আপনার জন্য চাঁদার পরিমাণ কিছুটা কম করে দের লক্ষ টাকা দিলে ও হবে, কিন্তু ভুক্তভোগী চাঁদা প্রদান করতে অস্বীকার করলে তাকে ফ্ল্যাটে উঠতে বাধা প্রদান করা হয়, নিজের টাকা দিয়ে ফ্ল্যাট কিনে কেন আপনাদের টাকা দিব বললে তারা ভুক্তভোগীকে মেয়ে ফেলার হুমকি দিয়ে বের করে দেয়,
উল্লেখ্য মোঃ রমজান আলী বাবু আওয়ামী লীগ আমলে নানা দূর্নীতি করতো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর হিসেবে নিজের ক্ষমতা ব্যবহার করে আসছিল, শেখ হাসিনার পতন হলেও তার চিহ্নিত এই দোসর এখনো চাঁদাবাজি সহ নানাবিধ অপকর্মে লিপ্ত হয়েছে
Leave a Reply