রাস্তাঘাট বন্ধ থাকায় চিকিৎসা সেবার অভাবে শতাধিক শিশুর করুণ পরিণতি হয়েছে। গত দুই মাসেরও বেশি সময় ধরে এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তাঘাট বন্ধের কারণে এমন মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পারাচিনায় দূর্গম এলাকায়। এই ঘটনা নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং তারা রাস্তাঘাট পুনরায় খুলে দেয়ার দাবিতে ছয়দিন ধরে বিক্ষোভ করছেন।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই রাস্তাঘাট বন্ধ থাকার ফলে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন।
Leave a Reply