মানবতার কণ্ঠ ডেস্ক
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ মঙ্গলবার এ–সংক্রান্ত আদেশ জারি করে। এর আগে গত ১৭ নভেম্বর আরেক আদেশে ৩১ নভেম্বর থেকে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল।
এদিকে আজ আরেক আদেশে কোম্পানির রিটার্ন জমার সময়ও এক মাস বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানির রিটার্ন দেওয়া যাবে। সাধারণত ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানি করদাতারা রিটার্ন দিতে পারে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply