মানবতার কণ্ঠ ডেস্ক
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচন ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন ডিইউজের নির্বাচনে অংশগ্রহণকারীদের একাংশ। তারা ফলাফল প্রত্যাখান করে প্রত্যেক পদে হাতে ভোট পুনর্গণনা ও
সভাপতি পদে পুনঃনির্বাচন দাবি করে একটি ছায়া কমিটি গঠন করতে জাতীয় প্রেস চত্বরে এক সাংবাদিক সমাবেশে এ দাবি জানান ডিইউজে ছায়া কমিটির সভাপতি আবদুল মজিদ।
তিনি বলেন, প্রত্যেক পদে ভোট পুনর্গণনা ও সভাপতি পদে পুনর্র্নিবাচন না হওয়া পর্যন্ত ডিইউজে ছায়া কমিটির
আন্দোলন চলছে। ন্যায়সঙ্গত সংগ্রাম কখনও ব্যর্থ হয় না, দুইজন সভাপতি পদপ্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ার পর গঠনতন্ত্র মেনে নির্বাচন না দেওয়াটা ছিল গঠনতন্ত্র অনুযায়ী বেয়াইনী। এছাড়া তিনি অভিযোগ করে বলেন তিনটি পদে ভোট পুনর্গণনা ফল ও ১১ মার্চে ঘোষিত ফলাফলে ভিন্নতা খুঁজে পাওয়ায় প্রমাণ গেছে, এরপর তারা নবগঠিত ডিইউজের দায়িত্ব গ্রহণ করা কমিটিকে অবৈধ ঘোষণা করেন।
কমিটির সহ সভাপতি কবি এস এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় ও ছায়া কমিটির সভাপতি আবদুল
মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য বীর
মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, ছায়া কমিটির সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম, সহ সভাপতি মোশাররফ
হোসেন, নারী বিষয়ক সম্পাদক রেহেনা পারভীন, দপ্তর সম্পাদক এম. জহুরুল ইসলাম জহির, কল্যাণ সম্পাদক
জুবায়ের হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসরাফিল হাওলাদার, কোষাধ্যক্ষ রাগেবুল রেজা, ছায়া কমিটির সদস্য খায়রুল আলম, কামরুল ইসলাম, জাহাঙ্গীর খান বাবু, ডিইউজে’র সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সুজন, রেজাউল করিম রেজা, রফিকুল রেজা প্রমুখ।
সাংবাদিক সমাবেশে একাত্মতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা ও ডিইউজে’র সিনিয়র সদস্য মফিজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন বহুমুখী পরিবার সমবায় সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তরুন তপন চক্রবর্তী, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব আবু সাইদ। সমাবেশে বক্তারা বলেন, ছায়া কমিটির আন্দোলন যৌক্তিক ও ন্যায়সঙ্গত। কোনো প্রোপাগান্ডা চালিয়ে ছায়া
কমিটিকে দুর্বল করা যাবে না। কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর সুবিধর জন্য ছায়া কমিটির জন্ম হয়নি।
তারা পবিত্র কোরআন তেলাওয়াত ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচারের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
Leave a Reply