নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা আনতে ড. ইউনূস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগুচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
রোববার (১৭ নভেম্বর) রাজধানী ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌফিক হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা উচিত নয় কী, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয়ই, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছতে ড. ইউনূস একটি কর্মপরিকল্পনা নেবেন যুক্তরাজ্য তা আশা করে।
ক্যাথরিন বলেন, ১১ বছর পর আমি বাংলাদেশে এসেছি। সেই হিসেবে এটি বাংলাদেশে আমার দ্বিতীয় সফর। এখন ইন্দো-প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে খুব খুশি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমরা জানি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের সংকল্পকে আমরা স্বাগত জানিয়েছি। এ দেশের জনগণের সঙ্গে আমাদের অত্যন্ত দৃঢ় বন্ধুত্ব রয়েছে, তাই আমরা শক্তিশালী সম্পর্ক গড়তে চাই।
রাজনৈতিক সমঝোতার বিষয়ে ক্যাথরিন বলেন, প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হওয়ার আশা রাখছি।
তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন।
এছাড়াও বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেন তিনি।
এর আগে দুই দিনের সফরে শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি এই প্রথম বাংলাদেশ এলেন।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ বাংলাদেশে এসেছেন। সফরে তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
Leave a Reply