আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশু মারা গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসি জেলার এ ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে। খবর এনডিটিভি
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঝাঁসি জেলার মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) আগুন লাগে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মৃত শিশুদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে।
হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেন, আগুন লাগার সময় সেখানে ৫৪টি শিশু ভর্তি ছিল। আগুন লাগার ফলে অনেক শিশু আটকা পড়েছিল। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকা পড়া অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও অন্তত ১০ শিশু মারা গেছে। আহত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন।
ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply