নিজস্ব প্রতিবেদক:
বিশ্বায়নের এই যুগে বিজনেস এডুকেশনে কেইস স্টাডি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। বিগত ১২ নভেম্বর, ২০২৪ এ ইউনিভার্সিটি অফ স্কলার্সের ব্যবসায় প্রশাসন বিভাগের স্কলার্স বিজনেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ‘জিরো টু পিচ হিরো : মাস্টারিং বিজনেস কম্পিটিশন’ শিরোনামে একটি তথ্যবহুল কর্মশালা।
কর্মশালাটিতে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আফরোজা আক্তার সাদিয়া ও জেনারেল মেম্বার মোবাশ্বেরা মৌলী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও সহযোগী অধ্যাপক রাশেদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এস.এম নাহিদুল ইসলাম। অনুষ্ঠানটিতে আরোও উপস্থিত ছিলেন মু: মকসুদ আলী (সহযোগী অধ্যাপক), সাদিয়া শারমিন (সহকারী অধ্যাপক), ড. মুহাম্মদ আবু হাসনাত (সহকারী অধ্যাপক), উম্মে নুসরাত উর্মি (সহকারী অধ্যাপক) ও মো: সজীব মোল্লা (সহকারী অধ্যাপক)। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলীর সাথে উপস্থিত ছিলেন বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব নূর-এ-আলম মিশাদ ও এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব রেজওয়ান উল হক অভি।
অনুষ্ঠানের শুরুতে ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও সহযোগী অধ্যাপক রাশেদ চৌধুরী শিক্ষার্থীদের বিজনেস কেইসের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক এস.এম নাহিদুল ইসলাম ব্যবসায় প্রশাসনের ডিগ্রী অর্জনের পাশাপাশি বিজনেসের নানাবিধ প্রবলেম সলভিং স্কিল শিক্ষার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের বিজনেস ক্লাবের সাথে সদা সম্পৃক্ত থেকে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
উক্ত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারিফ মোহাম্মদ খান, হেড অফ কমিউনিকেশনস, ডেক্কো ইশো ভেঞ্চার ক্যাপিটাল ও ন্যাশনাল স্টার্ট আপ মেন্টর ও কোচ, এক্সেলারেটিং বাংলাদেশ।
আয়োজনটির প্রথমার্ধে তারিফ মোহাম্মদ খান কেইস স্টাডি নিয়ে প্রাথমিক ধারণা দেন। তিনি বিজনেস কেইস, আইডিয়া কেইস, হ্যাকাথন কেইস ও সিমুলেশন বেইজড কেইস স্টাডি পদ্ধতি নিয়ে আলোকপাত করেন। কর্মশালায় কিছু প্রায়োগিক সমস্যার সমাধান উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের কেইস সমাধানের দক্ষতা বৃদ্ধিকল্পে কোশল শেখানো হয়। তিনি নতুন প্রজন্মকে ব্যবসায়ের স ফ্ললকেইস সমাধানের পদ্ধতি শিখনে উৎসাহিত করেন।
পরবর্তীতে দেশের কিছু শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিজনেস কেইস কম্পিটিশনে অংশগ্রহণে উৎসাহমূলক বক্তব্য রাখেন। বিজনেস কম্পিটিশন নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয় ও কেইস সমাধানের কিছু কৌশল শিক্ষা দেয়া হয়। তিনি কেইস সমাধানের প্রস্তুতির বিভিন্ন পর্যায়ে প্রেজেন্টেশনে স্টোরি টেলিং, টিম ওয়ার্ক, পাবলিক স্পিকিং ও প্রবলেম সলভিং স্কিলের উন্নয়নে জীবনমুখী সুবিধাসমূহ নিয়ে জানান।
পরিশেষে মুখ্য আলোচককে ক্রেস্ট, সম্মাননা উপহার ও শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ পরবর্তী রিফ্রেশমেন্টের মাধ্যমে কর্মশালাটির সমাপ্তি ঘোষিত হয়।
Leave a Reply