আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশে ফিলিস্তিনি জনগণের জন্য দরদ উপচে পড়লেও গোপনে এতের বিরুদ্ধেই কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্য ওয়ার্ল্ড , এএফপি ও অ্যারাব নিউজ জানিয়েছে, গোপনে মার্কিন প্রশাসন ইসরায়েলকে শত শত কোটি ডলারের অস্ত্র ও যুদ্ধ বিমান সরবরাহ করেছেন।
শুক্রবার (২৯ মার্চ) গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী , জো বাইডেন গোপনে শতশত কোটি ডলারের এ অস্ত্র সরবরাহের অনুমতি প্রদান করেছেন। ফিলিস্তিনের উপকূলীয় উপত্যকা গাজায় ভয়াবহ হামলা আরও তীব্র করেছে।
মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে সরবরাহ করা এসব অস্ত্রের বিবরণ দেন। মাকতুব নিউজ জানায়, ইসরায়েলকে দেওয়া এসব অস্ত্রের দাম প্রায় ২৫০ কোটি ডলার।
দুই সপ্তাহ আগে অর্ধডজন ডেমোক্রেট সিনেটর বাইডেনকে লেখা এক চিঠিতে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। এতে বলা হয়, আমেরিকান ত্রাণ সরবরাহের বাধা দেয়া দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার ১৯৬১ সালের আইন লঙ্ঘিত হয়েছে। কিন্তু বাইডেন এসব অনুরোধ মানছেন না। গোপনে ইসরায়েলকে সবধরণের সহায়তা করেই যাচ্ছেন।
ইসরায়েল উপত্যকাটির দক্ষিণপ্রান্তের শহর রাফাহতে হামলা চালানোর সংকল্প ব্যক্ত করেছেন। বর্তমানে বাস্তচ্যূত ১৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। সেখানে হামলা হলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে বলে হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে। এ অস্ত্র সরবরাহের ঘটনা ফাঁস হওয়ায় অনেকেই ভাবতে বাধ্য হচ্ছেন প্রকাশ্যে বাইডেনও নেতানিয়াহুর মধ্যে বিরোধ চললেও ভেতরে আতাঁত রয়েছে।
Leave a Reply