আর জে আকাশ: সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মাধ্যমে বিভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ যেমন-সহযোগীতা, একতা, সহানুভূতিশীলতা ইত্যাদি শিশুদের মধ্যে গড়ে ওঠে। শিশুদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বিপরীতে সহপাঠ্যক্রমিক কার্যাবলী দ্বারা নানান সৃজনমূলক ও বিনোদনমূলক কার্যাবলীর সাথে যুক্ত হওয়ায় তাদের মধ্যে একঘেয়েমিতা দূর হয়।
শিক্ষা ব্যবস্থার বৈচিত্র্যের কারণে নতুন কিছু শেখার আশায় তারা আরও আগ্রহী, প্রাণবন্ত ও উজ্জ্বল হয়ে উঠে। GreenMind International School কতৃপক্ষ শিক্ষার্থীদের জীবনের পূর্ণাঙ্গ বিকাশে সচেতন, তাই সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপর গুরুত্ব দিয়ে থাকে।
তারই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক সপ্তাহ-২০২৪ উদযাপন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ও বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য বাংলা আবৃত্তিকার জনাব মাহিদুল ইসলাম মাহি ও জননন্দিত নজরুল সঙ্গীত শিল্পী মিসেস ইয়াসমিন মোশতারী।
Leave a Reply