মানবতার কন্ঠ ডেস্ক
গত ০৫ আগস্ট রাজশাহীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন গ্রেফতার রুবেল।
ভিডিওতে দেখা যায়, সেদিন তিনি দুহাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন। এ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply