চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুন্ডে এসএন করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাইছড়ির তেঁতুলতলা কাশেম জুট মিলস এলাকায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধ ৮ জনকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন।
আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আনা ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply