নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপির সিটিটিসিসহ পাঁচটি গুরুত্বপূর্ণ ও বড় ইউনিটের দায়িত্ব দেয়া হয়েছে তাদের। মঙ্গলবার (২৭ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন- অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদকে এডমিন বিভাগে, ইসরাইল হাওলাদারকে ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে, মাসুদ করিমকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, খন্দকার নজমুল হাসানকে ট্রাফিক ও হাসান মোহাম্মদ শওকত আলীকে লজিস্টিক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিএমপিতে কর্মরত ৫১ পুলিশ কর্মকর্তাসহ নারায়ণগঞ্জের এক সি-সার্কেলের এএসপিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়। মোট ৫২ জনের মধ্যে ৩৮ জন অতিরিক্ত পুলিশ সুপার ও বাকি ১৪ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।
Leave a Reply