মানবতার কণ্ঠ ডেস্ক
সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলামকে ছুরিকাঘাত করেছেন অপর এক আইনজীবী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
রক্তাক্ত অবস্থায় ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম নামের এক আইনজীবী আমাকে ছুরিকাঘাত করেন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এনেক্স ভবনের ২০০৫ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়ে অভিযোগ করে এ আইনজীবী বলেন, আমি আইন পেশাকে ইবাদত মনে করি। সব সময় আমি আইনজীবীদের অধিকার নিয়ে কথা বলি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমাকে ২৭ দিন জেল খাটিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আমি সব থেকে বেশি সোচ্চার ছিলাম। অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম নামের এক আইনজীবী ভদ্রলোক, তাকে চিনতাম না। যতটুকু জানি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট শাখার সেক্রেটারি কামরুল ইসলাম সজলের জুনিয়র। আমাকে এসে সরাসরি বলেন- ওই তুই কোর্টে ডিস্টার্ব করস, তোরে কিন্তু ছাড়বো না। এক পর্যায়ে তিনি আমাকে চাকু দিয়ে আঘাত করেন। তিনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। প্রকাশ্যে একজন আইনজীবীর রুমে এসে আরেকজন আইনজীবী এভাবে কীভাবে আঘাত করতে পারেন
Leave a Reply