স্টাফ রিপোর্টার
গত ২০ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউপি ০৭নং ওয়ার্ড কেয়টখালী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশে রেল সেতুর নিচে অজ্ঞাতনামা মহিলা লাশ পাওয়া গেছে। বয়স অনুমান ৬০ বছর এর লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় লোকজন ও ষোলঘর ইউপি কেয়টখালী ০৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ মখদম হাওলাদার এর সাথে কথা বলে জানা যায় অদ্য সকালবেলা স্থানীয় লোকজন কেয়টখালী রেল সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় পানিতে ভাসমান অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয়।
সংবাদ পেয়ে শ্রীনগর থানার এসআই আনিসুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাস্থল রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় রেলওয়ে পুলিশ কে সংবাদ দেওয়া।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় উক্ত অজ্ঞাত মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল এবং মাঝে মধ্যে মহিলা কে ব্রীজের পাশে থাকতে দেখা যায়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply