আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ইয়াজদে পাকিস্তানি হজযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২০ জন।
আজ বুধবার (২১ আগস্ট) ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা কামার আব্বাস নকভি দাবি করেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজন মারা যান।
রেডিও পাকিস্তানের বরাতে দ্য ডন জানিয়েছে, এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি হজযাত্রী মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। ব্রেক ফেইলের কারণে বাসটি উল্টে যায়। পরে এতে আগুন ধরে যায়।
বাসে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। আহতদের ইয়াজদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮ জন। আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জরাজীর্ণ বাসটি তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। বাসে ৫৩ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
Leave a Reply