খেলাধূলা ডেস্ক:
দ্বিতীয় দিন শেষে লঙ্কানদের অর্ধেক ব্যাটসম্যানেকে সাজঘরে ফিরিয়ে দিয়েও স্বস্তিতে নেই টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে লঙ্কানরা ২১১ রানের লিড পেয়েছে। সেই লিড ধরাছোঁয়ার বাইরে যাওয়ার আগেই আজ রোববার (২৪ মার্চ) লঙ্কানদের দ্রুত অলআউট করতে চায় বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন, সবমিলিয়ে বাংলাদেশ ২৫০ রানের মত টার্গেট চাইছে।সংবাদ সম্মেলনে হেম্প বলেন, ‘(রোববার) সকাল সকাল দ্রুত উইকেট তুলে নিতে হবে। ওদের ২১১ রানের লিড হয়ে গেছে। লক্ষ্যটাকে ২৫০ রানের মধ্যে রাখতে চাই। আমরা যদি আগামীকাল সকালে দ্রুত কিছু উইকেট নিতে পারি, তাহলে আমাদের চতুর্থ ইনিংসে ২৫০ রানের মতো তাড়া করতে হবে।
বাংলাদেশের নতুন এই ব্যাটিং কোচ আরও বলেন, ৫১ ওভারের বেশি ব্যাট করতে পারলাম না, ব্যাপারটা খুবই হতাশাজনক। তবে কখনও কখনও এরকম হয়ে যায়। দিনের খেলা শেষ করার আগে আমরা ওদের ৫টি উইকেট ফেলতে পেরেছি। তবে আরও কিছু উইকেট তুলে নিতে পারলে ভালো হতো।
বাংলাদেশ দলের এমন ব্যাটিং দুরবস্থার পেছনে যে নিজেদের ব্যর্থতাই মূল কারণ, সেটিও উঠে এসেছে হেম্পের কথায়, ‘সব ব্যাটসম্যানই বলেছে এই উইকেটটা ভালো। ভালো শট খেললে এখানে রান আসবে। দিনের শেষ সেশনে কিছু বল নিচু হয়েছে। তবে সেগুলো স্টাম্পের বাইরের বল ছিল। এর বাইরে আমার মনে হয় না, আমরা ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি।’
এদিকে লঙ্কানদের চাওয়া বাংলাদেশকে আরও বড় লিডের বোঝা চাপাতে। দলটির পেস বোলিং কোচ দর্শনা গেমগে সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘উইকেটে কিছুটা অসম বাউন্স আছে। এখানে রান করা সহজ নয়। আমরা যদি লিডটাকে ৩০০ রানে নিতে পারি বা তার চেয়েও বেশি, তাহলে আমরা এগিয়ে থাকব।’
অভিজ্ঞ মুশফিকুর রহিমের না থাকাও বাংলাদেশকে ভুগিয়েছে। এ প্রসঙ্গে হেম্প বলেছেন, ‘অভিজ্ঞ ক্রিকেটারকে হারানো যে কোনো দলের জন্য হতাশার। পাশাপাশি এটা অন্যদের জন্য সুযোগ তৈরি করে দেয়। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের। দিপুর কথাই ধরুন। তার পা উইকেটে বেশ ভালো সচল ছিল। ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করছিল। যেটা ভালো দিক। কারো ইনজুরি আমাদের হাতে নেই। তাই এগিয়ে যেতেই হবে
Leave a Reply