নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সচিবালয়ের ৯ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ভবনে তথ্য অধিদপ্তার (পিআইডি) রয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে ভবনের নিচতলায় এই আগুন লাগে। যদিও কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুণ নিয়ন্ত্রণ করেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি ইলেকট্রিক বোর্ড থেকে আগুনটি লাগে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ৪টা ৩৫ মিনিটে আমরা আগুন নির্বাপন করি।
Leave a Reply