রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের হামলা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্যের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (৩১ জুলাই) দুপুরে নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় গাড়ির সামনের কাচের কিছু অংশ ইট পাটকেলের আঘাতে ভেঙে যায়। পরে পুলিশ আত্মরক্ষাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। তবে আটককৃতদের তাৎক্ষণিক নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
পুলিশ জানায়, রাজপাড়া থানার ওসির গাড়ি টহলরত অবস্থায় ছিলো। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
এ বিষয়ে রাজপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। তবে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply