বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন-বিক্ষোভ এবং হামলা, সহিংসতা ও হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
দফতরটি বলেছে, তারা বাংলাদেশের চলমান পরিস্থিতি নজর রেখেছে। একইসঙ্গে পেন্টাগন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বলেছে, তারা সহিংসতা দেখতে চায় না।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ‘অবশ্যই আমরা সেখানে (বাংলাদেশে) চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আমার সহকর্মীরা যা বলেছে, আমিও সেটির প্রতিধ্বনি করতে চাই, আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না।’
সূত্র : মার্কিন প্রতিরক্ষা বিভাগ
Leave a Reply