নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন॥ ভোলার চরফ্যাশনে কিশোরগ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে চর আইচা মাধ্যমিক বিদ্যালয় মিলোনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চর মানিকা ইউনিয়ন রেডক্রিসেন্টের চেয়ারম্যান এস এম এনায়েত হোসেন, রাব্বানিয়া আলিম মাদ্রাসার শিক্ষক জাফর সাদেক, চর আইচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মাস্টার, দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ইউছুফ, চরমানিকা ইউনিয়ন কাজী মাওঃ ইব্রাহিম খলিল, দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফ উদ্দিন সবুজ মুন্সী, ঢালচর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক হারুন অর রশিদ, যুবলীগ নেতা মহিউদ্দিন বিপ্লব, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ আর এম মামুন।
বক্তারা বলেন- কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও রাজনৈক ভাবে সচেতনা বৃদ্ধি করতে হবে।
Leave a Reply