নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং গতকাল রাতে সারা দেশের বিভিন্নস্থান আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর থেকে নটরডেম কলেজের শতাধিক শিক্ষার্থী শাপলা চত্বরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ সহ অন্যান্য স্লোগান দিতে শোনা যায় তাদেরকে।
তারা আরও স্লোগান দেন, ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’
নটরডেম কলেজের শিক্ষার্থী ফারুক আহমেদ বলেন, গতকাল সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। যারা আহত হয়েছেন তারা আমাদেরই ভাই-বোন। তাদের রক্তের দাগ বৃথা যেতে দেব না। দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না।
শিক্ষার্থীদের অবরোধের ফলে শাপলা চত্বর এবং আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
Leave a Reply