নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর ব্যস্ততম এলাকা সায়েন্সল্যাব এলাকায় কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সিটি কলেজসহ ধানমণ্ডি, মোহাম্মদপুর কেন্দ্রিক একাধিক কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকে সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করছেন।
সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করে আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এবং মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে অবস্থান করছেন।
দুপুর ২টার দিকে ঢাকা কলেজের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের একটি দল শিক্ষার্থীদের দিকে এগিয়ে এলে তাদের ধাওয়া দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম।
Leave a Reply