আন্তর্জাতিক ডেস্ক
প্রার্থনাসভা থেকে বাড়ি ফেরার পথে ফিলিপাইনে একই পরিবারের ১১ সদস্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাদেরকে বহনকারী টয়োটা হাইলাক্স পিকআপটি একটি যাত্রীবাহী বাসের গায়ে ধাক্কা দেয়।
বিবিসি সাংবাদিকের স্ত্রী ও দুই কন্যাকে হত্যা, সন্দেহভাজন আটক
আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।
মধ্যরাতের অল্প সময় পর ফিলিপাইনের উত্তরে কাগায়ান প্রদেশের আবুলুগ পৌরসভার একটি চৌরাস্তায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে ১৪ যাত্রীসহ টয়োটা হাইলাক্স পিকআপ ভ্যানটি মহাসড়ক ধরে সেই মোড়ে এসে পৌঁছানোর পর বাসে ধাক্কা দেয়।
পুলিশের সদস্য মেজর অ্যান্টোনিও পালাত্তাও এএফপিকে জানান, পিকআপের মাত্র তিন যাত্রী প্রাণী বেঁচেছেন।
যাত্রীবাহী বাসের কেউ মারা না গেলেও চালক ও কন্ডাক্টর গুরুতর আঘাত পেয়েছেন। অপর ২৩ জন সামান্য আহত হয়েছেন বলে জানান অ্যান্টোনিও।
পুলিশ ক্যাপ্টেন জুন-জুন তোরিও এএফপিকে বলেন, ‘টয়োটা হাইলাক্সের চালক এ এলাকা ভালো করে চিনতেন না। তিনি বুঝতে পারেননি যে তার গাড়িটি মহাসড়কে উঠেছে।’
‘নিয়ম হল, মহাসড়কে ওঠার সময় গাড়ির গতিবেগ কমাতে হয়’, যোগ করেন তিনি।
ফিলিপাইনে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটে। চালকরা প্রায়ই সড়কের আইন অমান্য করেন এবং গাড়িগুলোর রক্ষণাকেক্ষণও ঠিকমতো করা হয় না এবং অতিরিক্ত মাল ও যাত্রী বহন করেন, যার ফলে দুর্ঘটনার মাত্রা বেড়ে যায়।
Leave a Reply