গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বস্তায় করে অভিনব কায়দায় বিপুল পরিমাণ বিদেশি মদ বহন করার সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ জুলাই) দুপুর তিনটার দিকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকা থেকে তাদের কে গ্রেফতার করে। এসময় তাদেরকে তল্লাশি চালিয়ে বস্তায় রক্ষিত ৬৬ বোতল বিদেশি মদ উদ্বার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার ইটাহাটা মধ্যেপাড়া গ্রামের জোবায়েদ হাসান শিমুল (২৫), পিতা: মৃত রাশেদ, একই থানার মজলিশপুর গ্রামের মো. কামরুল ইসলাম (২৩), পিতা: মো. নাজিম উদ্দিন ও কুড়িগ্রাম সদর থানার বেলগাছা গ্রামের মো. সাইফুল ইসলাম (৩৭), পিতা: মৃত আবে আলী৷
উদ্ধার মাদকের মূল্য দুই লাখ টাকা। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, রবিবার দুপুরে ইটাহাটা এলাকায় একটি গলিতে বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply