মানবতার কণ্ঠ আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এরই মধ্যে সামনে এসেছে বুথফেরত জরিপ। বেশিরভাগ বুথফেরত জরিপই বলছে, নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ জোট ৩৫০টিরও বেশি আসন পেতে যাচ্ছে। হ্যাটট্রিক করতে চলেছেন মোদি। জন কি বাতের বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গেও চমক দেখাবে বিজেপি। দলটি ২০১৯ সালের ১৮ আসনের স্কোরকে ২২-এ নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের আসন কমবে বলে আভাস দেয়া হয়েছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২টি আসন। ১৮টি পেয়েছিল বিজেপি। আর কংগ্রেস পেয়েছিল ২টি। এর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪টি আসন। সিপিআইএম ২টি, বিজেপি ২টি ও কংগ্রেস চারটি। জন কি বাতের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এবার বিজেপি পেতে পারে ২১ থেকে ২৬টি আসন। তৃণমূল পেতে পারে ১৬ থেকে ১৮টি। কংগ্রেস ২টি আসন পেতে পারে। সিপিআইএমের ঝুলিতে যেতে পারে ১টি আসন। সূত্র: ওয়ান ইন্ডিয়া।
এবার লোকসভা নির্বাচনে ৪০০ আসন পার করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন মোদি। তবে বুথফেরত জরিপ বলছে, সেই লক্ষ্যমাত্র পার করতে পারছে না বিজেপি। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৮৫টি আসনের লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু বাস্তবে সেই লক্ষ্যমাত্র অনেক পিছিয়ে থাকছে বিরোধী জোট।
Leave a Reply