নার্গিস জুঁই
ওটিটির সুবাদে ওপার বাংলাতেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশের ছোট ও বড় পর্দার অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ এই অভিনেতার জন্মদিন। সহশিল্পীরা তো আছেনই, দেশ ও দেশের বাইরের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের পছন্দের এই শিল্পীকে। ওপার বাংলার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা ব্যানার্জিও জন্মদিনে চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন। চঞ্চল অভিনীত কালপুরুষ, তাগদীর, আয়নাবাজি ও মনোগামী কনটেন্টগুলোর পোস্টার যুক্ত করে শনিবার দুপুরে তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লম্বা একটি স্ট্যাটাস লিখেছেন কলকাতার এই অভিনেত্রী।
স্বস্তিকা লিখেছেন, ‘আজ একটা খুব স্পেশাল দিন। না কলকাতায় আজ ভোট, সেটির জন্য স্পেশাল নয় বা আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে, সেটির জন্যও নয়। আমরা আজকাল বলি, কনটেন্ট ইজ কিং। ঠিক। কিন্তু সেই রাজার ওপর মহারাজ আছেন, রাজাধিরাজ আছেন, সেই মহারাজের আজ জন্মদিন। নিজের কর্মজীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন, আমি তাঁর একটা কাজও মিস করি না। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মধ্যে যে উত্তেজনা, সেটি কি আর ছাড়া যায়? তাই স্ট্রিমিং শুরু হলেই আমি টিভির সামনে। রাত জাগতে হলেও দেখা না শেষ করে উঠি না।
স্বস্তিকা ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ ও ‘হইচই’–কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘চরকি ও হইচইকে অশেষ ধন্যবাদ। এরা না থাকলে এমন প্রকাণ্ড এক শিল্পীর কাজ না দেখে মরতে হতো। কী বিশাল একটা ক্ষতি হতো সেটা।’ দুটি লাল গোলাপের ইমোজিতে স্বস্তিকা আরও লিখেছেন, ‘শুভ জন্মদিন চঞ্চল চৌধুরী। তোমার আজ এবং আগামী শুভ হোক, আলো হোক।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply